নাশকতার মামলায় সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার পৌর এলাকার রজব আলী বিজ্ঞান কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত রোববার (৮ অক্টোবর) শহরে জামায়াত নেতা জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের করা হয়। ওই দিন রাতেই দলের দুই নেতা অ্যাডভোকেট মাসুদুর রহমান ও মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নাশকতার মামলায় জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া গত ৮ অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে জাহিদুলের নেতৃত্বে ঝটিকা মিছিল বের করা হয়।’