হোম > সারা দেশ > রাজশাহী

কবি আবুল হোসেনের জন্মশতবর্ষ উপলক্ষে রাবিতে সেমিনার

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কবি আবুল হোসেনের জন্মশতবর্ষ উপলক্ষে সেমিনার হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনের ১৫০ নম্বর কক্ষে এই সেমিনার হয়। এতে ‘নিরাভরণ মানব ব্যক্তিত্ব কবি আবুল হোসেন’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন কবি ও সাংবাদিক জুনান নাশিত। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সুমাইয়া খানম সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক এ কে এম মাসুদ রাজা। আলোচক ছিলেন কবি অনীক মাহমুদ ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সুজা উদ্ দৌলা। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শহীদ ইকবাল।

সেমিনারে প্রধান বক্তা জুনান নাশিত বলেন, কবি আবুল হোসেন আবেগকে সংযত করে বুদ্ধির দ্বারা সবকিছু বিচার করতেন। নিজের অবস্থানে তিনি ছিলেন শক্তিশালী। নিজের পথ থেকে তিনি কখনো সরে আসেননি। তিনি যুক্তিবোধে এতটা প্রখর ছিলেন যে, অপ্রাসঙ্গিক কোনো কথা বলতেন না। তিনি প্রাজ্ঞসর ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি যত্নের সঙ্গে লিখতেন। কম লিখতেন; কিন্তু ভালোমানের লিখতেন।’ 

এ সময় বঙ্গবন্ধু অধ্যাপক সনৎকুমার সাহা বলেন, ‘বাংলা সাহিত্যে আবুল হোসেন একজন কৃতী ও গুরুত্বপূর্ণ কবি। বাংলাদেশের কবিতার আলোচনায় সব সময়ই তাঁর নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর ব্যতিক্রমী বৈশিষ্ট্যের জন্য মানুষ তাঁকে মনে রাখবেন।’ 

সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সফিকুন্নবী সামাদী, অধ্যাপক মনিরা কায়েস, অধ্যাপক শামীমা হামিদ প্রমুখ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, কবি আবুল হোসেন ১৯২২ সালের ১৫ আগস্ট বাগেরহাটে জন্মগ্রহণ করেন। ২০১৪ সালের ২৯ জুন তিনি মৃত্যুবরণ করেন। তাঁর উল্লেখযোগ্য কাব্য ‘নব বসন্ত’, ‘বিরস সংলাপ’, ‘এখনও সময় আছে’, ‘দুঃস্বপ্ন থেকে দুঃস্বপ্ন’ প্রভৃতি।

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার