হোম > সারা দেশ > রাজশাহী

সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার আর নেই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। 

জিনাতুন নেসা তালুকদারের ছেলে মাহমুদ হাসান ফয়সল সজল মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আম্মা অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। ঢাকায় হাসপাতালে নিয়ে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। আজ ভোরে তিনি মারা যান।’ 

সজল জানান, আগামীকাল সোমবার বাদ জোহর রাজশাহী নগরীর টিকাপাড়া ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাজশাহী নগরীর হেতম খাঁ গোরস্থানে তাঁকে দাফন করা হবে। 

বীর মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা তালুকদার ১৯৯৭ সালে রাজশাহীর তৎকালীন বাগমারা-মোহনপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী হন। পরে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি। 

তিনি রাজশাহীর পবা উপজেলার নওহাটা ডিগ্রি কলেজে অধ্যাপনা করেছেন। বঙ্গবন্ধু পরিষদের রাজশাহী জেলা শাখার নেতৃত্ব দিয়েছেন। রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে তিনি দলের সবার কাছেই ছিলেন প্রিয়মুখ।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর