হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ৫ হাজার ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে পাঁচ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ। এ সময় কলি আক্তার (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কলি অনেক দিন ধরেই মাদকের কারবার চালিয়ে আসছিলেন। 

কলির বাড়ি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শেখেরচক মহলদারপাড়ায়। তাঁর স্বামীর নাম আরেফিন ইসলাম সঞ্জু। বর্তমানে তিনি বালিয়াপুকুর বড়বটতলা এলাকায় বসবাস করেন। রাজশাহী নগর পুলিশের (আরএমপি) মুখপাত্র জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

জামিরুল ইসলাম জানান, গতকাল শনিবার সন্ধ্যায় নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শেখেরচক মহলদারপাড়ায় অভিযান চালিয়ে এক হাজার ইয়াবা বড়িসহ কলি আক্তারকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বালিয়া পুকুর বড়বটতলা এলাকায় কলির বাসায় অভিযান চালিয়ে আরও ৪ হাজার ইয়াবা ও ১ লাখ ৩৭ হাজার টাকা জব্দ করা হয়। 

জামিরুল ইসলাম বলেন, ‘স্বামীর সহযোগিতায় কলি ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিলেন। তিনি শেফালী, সাজু ও মুরগি রানাসহ অনেকের কাছে এসব ইয়াবা বিক্রি করতেন। তাঁদের সবার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার কলিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা