হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ৫ হাজার ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে পাঁচ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ। এ সময় কলি আক্তার (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কলি অনেক দিন ধরেই মাদকের কারবার চালিয়ে আসছিলেন। 

কলির বাড়ি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শেখেরচক মহলদারপাড়ায়। তাঁর স্বামীর নাম আরেফিন ইসলাম সঞ্জু। বর্তমানে তিনি বালিয়াপুকুর বড়বটতলা এলাকায় বসবাস করেন। রাজশাহী নগর পুলিশের (আরএমপি) মুখপাত্র জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

জামিরুল ইসলাম জানান, গতকাল শনিবার সন্ধ্যায় নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শেখেরচক মহলদারপাড়ায় অভিযান চালিয়ে এক হাজার ইয়াবা বড়িসহ কলি আক্তারকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বালিয়া পুকুর বড়বটতলা এলাকায় কলির বাসায় অভিযান চালিয়ে আরও ৪ হাজার ইয়াবা ও ১ লাখ ৩৭ হাজার টাকা জব্দ করা হয়। 

জামিরুল ইসলাম বলেন, ‘স্বামীর সহযোগিতায় কলি ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিলেন। তিনি শেফালী, সাজু ও মুরগি রানাসহ অনেকের কাছে এসব ইয়াবা বিক্রি করতেন। তাঁদের সবার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার কলিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’