হোম > সারা দেশ > রাজশাহী

৯ মাস পর রাজশাহী জেলা ও নগর যুবলীগের আংশিক কমিটি ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সম্মেলনের ৯ মাস পর রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জেলা ও মহানগর যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে। 

এর আগে গত বছরের ২৬ সেপ্টেম্বর জেলা ও মহানগর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত নগর যুবলীগের ১৪ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি করা হয়েছে আগের কমিটির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান খান মনিরকে, আর সাধারণ সম্পাদক করা হয়েছে একই কমিটির যুগ্ম সম্পাদক তৌরিদ আল মাসুদ রনিকে। 

সহসভাপতি হয়েছেন–আমিনুর রহমান খান রুবেল, মোখলেসুর রহমান মিলন, মুখুল শেখ, মাজেদুল আলম শিবলী ও জয়নাল আবেদীন। যুগ্ম সম্পাদক–শফিকুজ্জামান শফিক ও রায়হানুল রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক–খালেদ হাসান বিপ্লব ও অরবিন্দ দত্ত বাপ্পী। গ্রন্থনা-প্রকাশনা সম্পাদক মুরসালিন হক বাবু এবং সহসম্পাদক প্রণব কুমার সরকার ও এস এম আশিকুর রহমান। 

 ১৯ সদস্যবিশিষ্ট জেলা কমিটিতে সভাপতি হয়েছেন মাহমুদ হাসান ফয়সল সজল। তিনি আগের কমিটিতে সহসভাপতি ছিলেন। একই কমিটির যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত সৈকতকে করা হয়েছে সাধারণ সম্পাদক। 

সহসভাপতি–আলমগীর হোসেন রঞ্জু, জোবায়ের হাসান রুবন, মুজাহিদ হোসেন মানিক, আরিফুল ইসলাম রাজা, তছিকুল ইসলাম, ওয়াসিম রেজা লিটন, কাজী মোজাম্মেল হক ও জাহাঙ্গীর আলম। যুগ্ম সম্পাদক–মোবারক হোসেন মিলন, সামাউন ইসলাম ও সেজানুর রহমান। সাংগঠনিক সম্পাদক হয়েছেন–কামরুল ইসলাম মিঠু, রফিকুজ্জামান রফিক, হাবিবুর রহমান হাবিব, মেরাজুল ইসলাম মেরাজ ও ফয়সাল আহমেদ রুনু।

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান