হোম > সারা দেশ > রাজশাহী

তীব্র দাবদাহে ওষ্ঠাগত প্রাণিকুলও

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে আট বছর ১০ মাস পর দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার বেলা ৩টার দিকে তাপমাত্রা রেকর্ড করে স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ অফিস। আবহাওয়া অফিসের হিসাবে, এটি অতি তীব্র তাপপ্রবাহ। আর তীব্র দাবদাহে ওষ্ঠাগত প্রণিকুলও। 

রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক রাজীব খান আজকের পত্রিকাকে বলেন, আজ সোমবার সকাল শুরু হয়েছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এরপর দুপুর ১টায় তাপমাত্রা উঠে যায় ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। বেলা ৩টায় তা শূন্য দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেড়ে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে উঠে যায়। 

এর আগে ২০১৪ সালের ২১ মে রাজশাহীতে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এর চেয়ে বেশি তাপমাত্রা গত আট বছরে আর ওঠেনি। তবে ২০১৪ সালের আগে ২০০৫ সালের ২ জুন তাপমাত্রা উঠেছিল ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অফিসের হিসাবে, সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ভেতরে থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। আর ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যের তাপমাত্রাকে ধরা হয় মাঝারি তাপপ্রবাহ হিসেবে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪১ দশমিক ৯ পর্যন্ত তীব্র তাপপ্রবাহ। আর ৪২ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে তা অতি তীব্র তাপপ্রবাহ। সে অনুযায়ী আজ সোমবার রাজশাহীর ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এই তাপপ্রবাহে কাহিল হয়ে উঠছে জনজীবন। অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে উঠছে মানুষ। তৃষ্ণার্ত হয়ে উঠেছে প্রাণিকুল। প্রখর রোদের তাপে ঝরে পড়ছে বাগানের গাছের আম ও লিচু। মাঠে মাঠে বোরো ধানের পাতা পুড়ে যাচ্ছে। একটু বৃষ্টির অপেক্ষায় সবাই। তবে এখনো রাজশাহী অঞ্চলে বৃষ্টির সুসংবাদ দিতে পারছে না আবহাওয়া দপ্তর।

আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। খুলনা, ঢাকা, রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক