হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে পেট্রোল বোমার আগুনে পুড়ল দাঁড়িয়ে থাকা ট্রাক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী নগরীর একটি ফিলিং স্টেশনে পার্ক করে রাখা ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজশাহীর সিটিহাট সংলগ্ন ছন্দা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। নগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

ছন্দা ফিলিং স্টেশনের নিরাপত্তা প্রহরী জাহাঙ্গীর আলম জানান, ট্রাকের চালক এখানে ট্রাক পার্ক করে বাড়ি চলে গিয়েছিলেন। রাতে দুটি মোটরসাইকেলে চারজন এসে পেট্রোল বোমা ছুড়ে ট্রাকের কেবিনে আগুন ধরিয়ে দেয়। তিনি বাধা দিতে গেলে তারা তাঁকেও পুড়িয়ে মারার হুমকি দেয়। তখন তিনি অন্যদের ডাকতে গেলে তারা রাস্তায় পেট্রোল বোমা মেরে আতঙ্ক তৈরি করে। এরপর দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। 

নগরীর শাহ মখদুম থানার ওসি ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়েছেন। তা না হলে এখানে থাকা অন্য ট্রাকে এবং পেট্রোল পাম্পে আগুন লেগে যেত। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত পেট্রোল বোমা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে। জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু