হোম > সারা দেশ > রাজশাহী

রাবির কৃষি অনুষদ ভবনে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার, পরে নিষ্ক্রিয়

রাবি প্রতিনিধি: 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবন থেকে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত পৌনে ৯টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোম ডিস্পোজাল ইউনিটের সদস্যরা বস্তু দুটি নিষ্ক্রিয় করেন। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কৃষি অনুষদ ভবনের সিঁড়িতে শিক্ষার্থীরা প্রথমে ককটেল সদৃশ বস্তু দেখতে পান। পরে তাঁরা প্রক্টর দপ্তরকে বিষয়টি অবহিত করেন। পরে চন্দ্রিমা থানা–পুলিশের সদস্যরা ও দুজন সহকারী প্রক্টর ঘটনাস্থলে যান। পরে রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়। 

কৃষি অনুষদ ভবনের নিরাপত্তা প্রহরী রাসেল হাসান মনি বলেন, কৃষি অনুষদের সিঁড়িতে শিক্ষার্থীরা প্রথমে ককটেল সদৃশ বস্তু দুটি দেখতে পান। পরে তাঁরা প্রক্টর দপ্তরকে অবহিত করে। কে বা কারা বস্তু দুটি রেখে গেছে তিনি জানেন না বলে জানান। 

নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘তথ্যটি জানতে পেরে আমরা ঘটনাস্থলে গিয়ে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করি। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোম ডিস্পোজাল ইউনিটের এক্সপার্টরা গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করেন।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক বলেন, বিষয়টি জানতে পেরে প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোম ডিস্পোজাল ইউনিট ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেন। কে বা কারা এর সঙ্গে জড়িত সেটা সিসি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর