হোম > সারা দেশ > রাজশাহী

রাবির কৃষি অনুষদ ভবনে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার, পরে নিষ্ক্রিয়

রাবি প্রতিনিধি: 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবন থেকে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত পৌনে ৯টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোম ডিস্পোজাল ইউনিটের সদস্যরা বস্তু দুটি নিষ্ক্রিয় করেন। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কৃষি অনুষদ ভবনের সিঁড়িতে শিক্ষার্থীরা প্রথমে ককটেল সদৃশ বস্তু দেখতে পান। পরে তাঁরা প্রক্টর দপ্তরকে বিষয়টি অবহিত করেন। পরে চন্দ্রিমা থানা–পুলিশের সদস্যরা ও দুজন সহকারী প্রক্টর ঘটনাস্থলে যান। পরে রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়। 

কৃষি অনুষদ ভবনের নিরাপত্তা প্রহরী রাসেল হাসান মনি বলেন, কৃষি অনুষদের সিঁড়িতে শিক্ষার্থীরা প্রথমে ককটেল সদৃশ বস্তু দুটি দেখতে পান। পরে তাঁরা প্রক্টর দপ্তরকে অবহিত করে। কে বা কারা বস্তু দুটি রেখে গেছে তিনি জানেন না বলে জানান। 

নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘তথ্যটি জানতে পেরে আমরা ঘটনাস্থলে গিয়ে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করি। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোম ডিস্পোজাল ইউনিটের এক্সপার্টরা গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করেন।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক বলেন, বিষয়টি জানতে পেরে প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোম ডিস্পোজাল ইউনিট ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেন। কে বা কারা এর সঙ্গে জড়িত সেটা সিসি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান