হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

প্রয়াত এমপির গাড়িতে পাচার করা হচ্ছিল ফেনসিডিল, যুবক আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রয়াত এক সংসদ সদস্যের (এমপি) পাজেরো গাড়িতে করে ফেনসিডিল পাচারের সময় সুজন হোসেন (২৯) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব। এ সময় পাজেরো গাড়িসহ ৪৪২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। তবে প্রয়াত ওই সংসদ সদস্যের পরিচয় প্রকাশ করেনি র‍্যাব।

আজ রোববার দুপুরে সিরাজগঞ্জ র‍্যাবের হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন র‍্যাব-১২-এর অধিনায়ক মো. মারুফ হোসেন।

এর আগে গতকাল শনিবার বেলা ২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে প্রয়াত এক সংসদ সদস্যের শুল্কমুক্ত পাজেরো গাড়িসহ ওই যুবককে আটক করা হয়। আটক সুজন চাঁদপুরের মতলব উত্তর থানার এখলাছপুর গ্রামের বাসিন্দা।

র‍্যাব-১২ অধিনায়ক মো. মারুফ হোসেন বলেন, ৪৪২ বোতল ফেনসিডিল পাচার করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার দুপুরে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনের তল্লাশি চালানো হয়। এ সময় একটি পাজেরো জিপগাড়ি (যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ঘ-০২-২৯১৫) আসতে দেখে থামানো হয়। এ সময় গাড়িতে থাকা সুজন হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন যে, গাড়ির তেলের ট্যাংকে ফেনসিডিল লুকানো আছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ফেনসিডিলসহ গাড়িটি জব্দ করা হয়। গাড়িটি বিশেষ একটি রাজনৈতিক দলের প্রয়াত সংসদ সদস্যের। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

র‍্যাবের অধিনায়ক আরও বলেন, গ্রেপ্তার মাদক ব্যবসায়ী জিজ্ঞাসাবাদে জানান, দীর্ঘদিন ধরে বড় বড় মাদকের চালান সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল চক্রটি। এ ছাড়া প্রয়াত যে সংসদ সদস্যের গাড়িতে মাদক পাচার হচ্ছিল, সেই ব্যক্তি মারা গেছেন। তিনি বিশেষ একটি রাজনৈতিক দলের এমপি ছিলেন। গাড়িটি মাদক ব্যবসায়ীর কাছে কীভাবে এল এবং কারা এর সঙ্গে জড়িত, তা উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক