হোম > সারা দেশ > রাজশাহী

হল খোলা রাখার দাবিতে রাবির প্রশাসন ভবন ঘেরাও

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব হল খোলা রাখার দাবিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবন ঘেরাও করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। 

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রশাসন ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা দুপুর ২টার মধ্যে হল খোলার নোটিশ জারির দাবি জানান। 

এ সময় শিক্ষার্থীরা বলেন, সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ও পুলিশ সাধারণ শিক্ষার্থীদের ওপর যে ধরনের হামলা চালিয়েছে, এর জন্য বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে। দুপুর ২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হল খোলা রাখার নোটিশ জারি করতে হবে এবং মেস মালিকদের সঙ্গে কথা বলে মেস খোলা রাখার ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে হলগুলোতে হল প্রাধ্যক্ষদের হলে অবস্থান করতে হবে। সেই সঙ্গে হলে তল্লাশি চালিয়ে সব অস্ত্র বাজেয়াপ্ত করতে হবে। 

এর আগে সকাল ১০টা থেকে আবাসিক হলের গেটগুলোতে জড়ো হতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর হলগুলো থেকে ছোট ছোট মিছিল বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের দিকে এগিয়ে যায়। পরে একটি বড় মিছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের দিকে যায়। সেখানে ছাত্রীরা মিছিলে যোগ দেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড হয়ে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর সাড়ে সোয়া ১২টা) শিক্ষার্থীরা প্রশাসন ভবনে সামনে অবস্থান করছেন।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী