রাজশাহীর চারঘাটের পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পদ্মা নদীর বিভিন্ন এলাকা থেকে এসব জাল জব্দ করে উপজেলা মৎস্য বিভাগ ও বিজিবির চারঘাট বিকল্প সীমান্ত ফাঁড়ি।
এ সময় জেলেরা অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। মৎস্য বিভাগ ও বিজিবির উপস্থিতি টের পেয়ে কারেন্ট জাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে নদীতে পাতানো অবস্থায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউল্লাহ মোল্লাহ জানান, মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, বিপণন ও সংরক্ষণ নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ এ সময়ে পদ্মা নদী ও উন্মুক্ত জলাশয়ে কোনো ধরনের জাল ফেলে মাছ ধরা যাবে না। নির্দিষ্ট এ সময়ের মধ্যে কেউ মাছ ধরলে তার বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা নেওয়া হবে।
মৎস্য কর্মকর্তা বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলে মাছ ধরার চেষ্টা করছেন। এ জন্য অভিযান চালানো হচ্ছে। অভিযানে বিভিন্ন স্থান থেকে মোট ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় টের পেয়ে পালিয়ে যাওয়ায় কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি।