হোম > সারা দেশ > রাজশাহী

মালা-চুড়ি দেখে মায়ের কঙ্কাল চিনলেন ছেলে

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়া উপজেলার এক বৃদ্ধা নিখোঁজ হয়েছিলেন প্রায় ছয় মাস আগে। অনেক খুঁজেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। লাভ হয়নি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেও। হঠাৎ ডোবার মধ্যে পাওয়া কঙ্কালের ভেতরে গলার মালা ও হাতের চুড়ি দেখেই হারানো মাকে চিনলেন তাঁর ছেলে। 

মৃত ওই বৃদ্ধার নাম শেরজান বিবি (৯৩)। পুঠিয়া উপজেলার ভাড়ড়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। তাঁর স্বামীর নাম মৃত নূর আলী মণ্ডল। গতকাল বৃহস্পতিবার ভাড়ড়া গ্রামের এক ডোবায় পাওয়া কিছু হাড়গোড়কেই মায়ের কঙ্কাল বলে শনাক্ত করেছেন তাঁর ছেলে লুৎফর হোসেন। 

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভাড়ড়া গ্রামে কয়েক ব্যক্তি ডোবার পানি সেচে মাছ ধরছিলেন। তখন কচুরিপানার ভেতরে মানুষের হাড়গোড় পাওয়া যায়। হাড় থেকে মাংস পচে খসে যাওয়ায় কার লাশ তা চেনার উপায় ছিল না। এ কথা গ্রামে ছড়িয়ে পড়লে একে একে সবাই দেখতে যায়। 

খবর পেয়ে যান শেরজান বিবির ছেলে লুৎফর হোসেনও। তিনি কঙ্কালের মধ্যে থাকা গলার মালা ও হাতের চুড়ি দেখে বলেন, এটিই তাঁর নিখোঁজ হয়ে যাওয়া মায়ের কঙ্কাল। ওসি জানান, শেরজান বিবির নিখোঁজের বিষয়ে থানায় জিডি হয়েছিল। তাঁর মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো অভিযোগ ছিল না। তাই কঙ্কালটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সেটি দাফন করা হয়েছে। 

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়