বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে অটোভ্যানের চালক নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) বেলা সোয়া ১১টার দিকে বাইপাস মহাসড়কের সুজাবাদ দহপাড়া এলাকায় টাইলস কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা মণ্ডল (৫৫) উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাকটি সড়কে ওঠার সময় অটোভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। অটোভ্যানের চালক বাদশা মণ্ডল মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকটি আটক করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’