হোম > সারা দেশ > রাজশাহী

বছর না ঘুরতেই ধসে গেছে শিবচৌকির বাঁধ 

প্রতিনিধি, পুঠিয়া (রাজশাহী)

নির্মাণের এক বছর যেতে না যেতেই ধসে গেছে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ীর শিবচৌকির (দিঘি) পাড় রক্ষা বাঁধ। পৌর প্রকৌশলীর গাফিলতির কারণে ব্যাপক অনিয়ম করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। আর নির্মাণকাজ অতি নিম্নমান হওয়ার কারণে ধসে গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। 

পৌরসভা অফিস সূত্রে জানা গেছে, পৌরসভার তত্ত্বাবধানে গত ২০১৭-১৮ অর্থ বছরে 'গুরুত্বপূর্ণ শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের' মাধ্যমে পুঠিয়া বাজার থেকে পীরগাছা বাজার পর্যন্ত ২ দশমিক ৫ কিলোমিটার রাস্তার কার্পেটিং কাজ শুরু হয়। আর কাজের বরাদ্দ দেওয়া হয়েছিল ৮৪ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। ওই কাজের অংশ হিসেবে শিবচৌকির প্রায় ২৫০ ফিট পাড়ি ব্লক বাধাই সংযুক্ত ছিল। নির্মাণকাজটি করেছিলেন স্থানীয় খালেদ হোসেন লালন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে ওই সময় নামমাত্র সড়কের কাজ করলেও দিঘির পাড়ের কাজ দীর্ঘদিন বন্ধ রাখা হয়। এরপর গত বছরের শেষের দিকে দিঘির পাড় রক্ষা বাঁধের কাজ শেষ করেন ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। 

আজ সোমবার সকালে সরেজমিনে শিবচৌকির পাড় ঘুরে দেখা গেছে, দিঘির পূর্বপাশের পাড় রক্ষার জন্য যে ওয়াল নির্মাণ করা হয়েছিল তার বেশির ভাগ অংশ নিচের দিকে হেলে পড়েছে। আর দক্ষিণপাশের সড়কের সঙ্গে ব্লক দিয়ে নির্মিত পাড় ধসে নিচে নেমে গেছে। 

আবুল কালাম নামের এক ভ্যানচালক বলেন, পুঠিয়া বাজার থেকে পীরগাছা পর্যন্ত নির্মিত সড়কটি এক বছরও টিকেনি। বর্তমানে এই সড়কে চলাচল খুবই কষ্টকর। আর গত বছর সড়কের সঙ্গে যখন পাড় নির্মাণ করেছেন তার কয়েক দিন পরই ধসে গেছে। এরপর তা আর ঠিক করেনি। এখন দিঘির সঙ্গের সড়কও ঝুঁকিপূর্ণ হয়ে আছে। 

এলাকাবাসীরা বলেন, কাজের শুরু থেকে ঠিকাদারের লোকজন ব্যাপক অনিয়ম করেছেন। তখন পৌরসভা অফিস ছিল দিঘির পশ্চিম পাড়ে। তাৎক্ষণিক কাজে অনিয়ম হচ্ছে এই বিষয়টি পৌর প্রকৌশলীর কাছে কয়েকবার জানিয়েছি। কিন্তু তিনি রহস্যজনক কারণে এর কোনো পদক্ষেপ নেননি। যার কারণে দিঘির বাঁধ নির্মাণের বছর না ঘুরতেই ধসে পড়েছে। 

এ ব্যাপারে পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, পুকুরের মাছগুলো নির্মিত পাড়ের নিচের মাটি খেয়ে ফেলেছে। যার কারণে ওই পাড় ধস নেমেছে। তবে নির্মাণকাজে কোনো অনিয়ম হয়নি। 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর