হোম > সারা দেশ > রাজশাহী

যুবলীগ নেতার অশ্লীল ভিডিও ভাইরাল, থানায় অভিযোগ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর পুঠিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমনের অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে । এ ঘটনায় থানায় পৃথক অভিযোগ করেছেন যুবলীগ নেতা ও তাঁর প্রেমিকা। পুলিশ ইতিমধ্যে ভিডিও সরবরাহকারীদের শনাক্ত করার কাজ শুরু করেছেন।

থানা-পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে জানা গেছে, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামন সুমন বেলপুকুর ইউনিয়ন আওয়ামী'লীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামন বদির ছেলে। সুমন গত প্রায় এক বছর পূর্বে পৌর সদর এলাকার একজন সনাতন ধর্মীয় এক যুবতীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এটি জানাজানি হলে  সুমন বিভিন্ন মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার  চেষ্টা করেন। একপর্যায়ে সাবেক পৌর মেয়রের তদারকিতে প্রায় লক্ষাধিক টাকায় ওই যুবতীর সঙ্গে রফাদফা করা হয়।  সম্প্রতি তাঁদের বিশেষ মুহূর্তের দৃশ্যগুলো সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামন সুমন বলেন, ওই যুবতীর সঙ্গে এক সময় আমার সম্পর্ক ছিল। সে সময় ওই যুবতী আমাকে ফাঁসাতে কৌশলে মুঠোফোনে কিছু আপত্তিকর দৃশ্য ধারণ করেছে। এ ঘটনায় কিছুদিন আগে প্রায় লক্ষাধিক টাকার বিনিময় ওই যুবতীর সঙ্গে সমঝোতা হয়েছে। তবে মনে হচ্ছে সম্প্রতি ওই যুবতী আবারও অর্থ হাতিয়ে নিতে ভিডিওটি প্রকাশ করেছে। আর ওই ভিডিওটি এখন মানুষের ফোনে ফোনে ঘুরছে। বিষয়টি নিয়ে গত ২৬ সেপ্টেম্বর বেলপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

তবে ওই যুবলীগ নেতার প্রেমিকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই মুহূর্তে কিছুই বলতে চাচ্ছেন না বলে জানান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মুঠোফোনে অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়েছে এমন একটি অভিযোগ করতে এসেছেন একজন যুবতী। আমরা অভিযোগটি মামলাভূক্ত করার প্রক্রিয়া শুরু করেছি। সেই সঙ্গে যারা সামাজিক মাধ্যমের গ্রুপে ভিডিওটি শেয়ার করেছেন তাদের শনাক্ত করার কাজ চলছে। সন্দেহ ভাজন  দু-একজনের  ফোন আমরা এখন যাচাই করছি।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার