হোম > সারা দেশ > রাজশাহী

পুকুরের পানিতে ভাসছিল মরদেহ, গলায় গামছা প্যাঁচানো ছিল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতীকী ছবি

রাজশাহীতে পুকুরে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। ওই ব্যক্তির গলায় গামছা প্যাঁচানো ছিল।

আজ বুধবার সকালে নগরের শিরোইল এলাকার রেল কলোনি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। পুকুরের পাড়ে পানিতে ভাসছিল লাশটি। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা পুলিশ নিশ্চিত করতে পারেনি।

দুপুর ১২টা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয়ও পায়নি পুলিশ। লাশটি নগরের চন্দ্রিমা থানায় রাখা ছিল। নিহত ব্যক্তির বয়স হতে পারে ৩৫ থেকে ৪০ বছর। চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আরও জানান, স্থানীয়রা পুকুরপাড়ে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয়। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।

ওসি জানান, মৃত ব্যক্তির গলায় একটি গামছা প্যাঁচানো ছিল। তবে গলায় চাপ দেওয়া কিংবা গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করার মতো কোনো আলামত পাওয়া যায়নি। মৃত্যু কীভাবে হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে।

নিহত ব্যক্তির গলায় তুলসীমালা আছে, যা সাধারণত হিন্দু সম্প্রদায়ের মানুষ পরে থাকে। তাঁর নাম-ঠিকানা ও পরিচয় জানতে পুলিশ চেষ্টা করছে বলেও জানান চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর