হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে দলীয় সভা শেষে ফেরার পথে ট্রাকচাপায় যুবদল কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

নিহত যুবদল কর্মী শাহজাহান আলী (৪৫)। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে দলীয় সভা শেষে ফেরার পথে ট্রাকচাপায় শাহজাহান আলী (৪৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে পবা উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতাবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি। এ দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৪৬) নামে আরেক যুবদলকর্মী আহত হয়েছেন।

নিহত শাহজাহান আলীর বাড়ি জেলার দুর্গাপুর উপজেলার হাড়িয়াপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাজশাহী মহানগর যুবদলের এক সভায় যোগ দেন যুবদল কর্মী শাহজাহান আলী ও শফিকুল ইসলাম। সভা শেষে ফেরার পথে রামচন্দ্রপুর বাজারে একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে দুজনে গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে রাতে শাহজাহান আলী মারা যান। আহত শফিকুল ইসলাম এখনো চিকিৎসাধীন।

এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দুর্গাপুরের ঝালুকা ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুবুর রহমান। তিনি বলেন, গতকাল রাজশাহী মহানগর যুবদলের এক সভা শেষে বাড়ি ফিরছিলেন শাহজাহান ও শফিকুল। এ সময় তাঁদের একটি ট্রাক চাপা দেয়। শাহজাহানের মরদেহ বাড়ি নিয়ে দাফন করা হয়েছে। শফিকুল হাসপাতালে ভর্তি রয়েছেন।

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়