হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে দলীয় সভা শেষে ফেরার পথে ট্রাকচাপায় যুবদল কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

নিহত যুবদল কর্মী শাহজাহান আলী (৪৫)। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে দলীয় সভা শেষে ফেরার পথে ট্রাকচাপায় শাহজাহান আলী (৪৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে পবা উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতাবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি। এ দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৪৬) নামে আরেক যুবদলকর্মী আহত হয়েছেন।

নিহত শাহজাহান আলীর বাড়ি জেলার দুর্গাপুর উপজেলার হাড়িয়াপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাজশাহী মহানগর যুবদলের এক সভায় যোগ দেন যুবদল কর্মী শাহজাহান আলী ও শফিকুল ইসলাম। সভা শেষে ফেরার পথে রামচন্দ্রপুর বাজারে একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে দুজনে গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে রাতে শাহজাহান আলী মারা যান। আহত শফিকুল ইসলাম এখনো চিকিৎসাধীন।

এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দুর্গাপুরের ঝালুকা ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুবুর রহমান। তিনি বলেন, গতকাল রাজশাহী মহানগর যুবদলের এক সভা শেষে বাড়ি ফিরছিলেন শাহজাহান ও শফিকুল। এ সময় তাঁদের একটি ট্রাক চাপা দেয়। শাহজাহানের মরদেহ বাড়ি নিয়ে দাফন করা হয়েছে। শফিকুল হাসপাতালে ভর্তি রয়েছেন।

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত