রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরের খোয়াজ পাগলা মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খোয়াজ পাগলা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পশ্চিম চর কালিদাসখালী গ্রামের মৃত করিম মোল্লার ছেলে।
জানা গেছে, পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের পশ্চিম চর কালিদাসখালী গ্রামের বাক্প্রতিবন্ধী খোয়াজ পাগলা (৪৫) মোটরসাইকেল নিয়ে কুষ্টিয়ার গোলাপনগর এলাকায় সোলাইমান শাহের ওরশে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ‘বাহির মাদি’ নামক এলাকায় ছিটকে পড়ে আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান ডি এম মনোয়ার হোসেন বাবলু দেওয়ান বলেন, ‘আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়েছে।’