হোম > সারা দেশ > সিলেট

কাজীপুরে সাবেক শিক্ষকের বাড়ি থেকে ১৮৩ বস্তা সরকারি চাল উদ্ধার

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

কাজীপুরে সাবেক শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার হওয়া চাল। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কাজীপুরে জাহাঙ্গীর আলম নামের এক সাবেক শিক্ষকের বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১৮৩ বস্তা চাল উদ্ধার করেছে সেনাবাহিনী। আজ শুক্রবার ভোরে উপজেলার বেড়িপোটল গ্রামে ওই শিক্ষকের বাড়ির একটি গুদাম থেকে এসব চাল উদ্ধার করা হয়। জাহাঙ্গীর আলম উপজেলার তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক।

কাজীপুর আর্মি ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম বেড়িপোটলে ওই শিক্ষকের বাড়িতে অভিযান চালিয়ে ১৮৩ বস্তা সরকারি চাল উদ্ধার করে।’

কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল বস্তা পরিবর্তন করে নাজিরশাইলের বস্তায় রাখা হয়েছিল। আপাতত শিক্ষকের ওই গুদাম ও চালের বস্তাগুলো সিলগালা করা হয়েছে। পরে খাদ্যগুদামে হস্তান্তর করা হবে।’

সাবরিন আক্তার আরও বলেন, ‘ওই শিক্ষক জানিয়েছেন, রিপন শেখ নামের এক স্থানীয় চাল ব্যবসায়ী তাঁর গুদাম ঘর ভাড়া নিয়ে চাল রেখেছেন।’

এ বিষয়ে সাবেক শিক্ষক জাহাঙ্গীর আলম ও চাল ব্যবসায়ী রিপন শেখের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী