হোম > সারা দেশ > রাজশাহী

রাবির ছাত্রলীগ কর্মীকে তুলে নিয়ে পুলিশে দিল ছাত্রদল-যুবদল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিয়েছেন ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীরা। জানা গেছে, গতকাল সোমবার (১২ মে) রাত ১০টার দিকে অরিত্র নামের ওই রাবি শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে আটক করেন মতিহার থানার ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীরা। পরে তাঁকে মতিহার থানায় সোপর্দ করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, অরিত্র রাবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাবি শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল গালিবের অনুসারী ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ক্যাম্পাস ছাড়েন। সম্প্রতি রাজশাহী এলেও ক্লাসে অংশগ্রহণ করেননি।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মো. শাহিদুল আলম বলেন, ‘আমাদের একজন ছাত্রকে পুলিশে সোপর্দ করার খবর শুনেছি। কিন্তু পরিচয় এখনো জানতে পারিনি। ওই ছাত্র কোনো রাজনীতির সঙ্গে জড়িত কি না আমি জানি না। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে জানতে পারব।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হয়েছি, একটা ছেলেকে তুলে নিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। ওই ছেলে ছাত্রলীগের রাজনীতি করত। তার পরিবারও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘রাবির প্রধান ফটকের সামনে থেকে অরিত্র নামের এক ছাত্রকে ছাত্রলীগ সন্দেহে তুলে থানায় সোপর্দ করেছেন মতিহার থানা ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীরা। প্রাথমিকভাবে জানতে পেরেছি এলাকার এবং ক্যাম্পাসের ছাত্রলীগের নেতার সঙ্গে তার ছবি আছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত