হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু হাসপাতালে

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত নুরুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে ১২ মার্চ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের কালুগাড়ী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আজ বুধবার সকালে নুরুলের ভাই লুৎফর রহমান শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নুরুল শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের কালুগাড়ী গ্রামের মৃত মাবেজ আলীর ছেলে।

কালুগাড়ী গ্রামের বাসিন্দা শাজাহান আলী ও রুবেল মিয়া জানান, অনেক দিন ধরে কালুগাড়ী গ্রামের আব্দুস সাত্তার এবং মনসা মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ১২ মার্চ সকাল ৮টার দিকে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মনসার চাচাতো ভাই নুরুল প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হন।

শাজাহান ও রুবেল আরও জানান, নুরুলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাত ১০টার দিকে তিনি মারা যান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, নুরুলের মৃত্যুর ঘটনায় তাঁর ভাই লুৎফর আজ সকালে থানায় মামলা দায়ের করেছেন। মামলার দুই আসামি আব্দুস সাত্তার ও তাঁর মেয়ে মেরিনাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।’

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ