হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু হাসপাতালে

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত নুরুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে ১২ মার্চ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের কালুগাড়ী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আজ বুধবার সকালে নুরুলের ভাই লুৎফর রহমান শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নুরুল শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের কালুগাড়ী গ্রামের মৃত মাবেজ আলীর ছেলে।

কালুগাড়ী গ্রামের বাসিন্দা শাজাহান আলী ও রুবেল মিয়া জানান, অনেক দিন ধরে কালুগাড়ী গ্রামের আব্দুস সাত্তার এবং মনসা মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ১২ মার্চ সকাল ৮টার দিকে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মনসার চাচাতো ভাই নুরুল প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হন।

শাজাহান ও রুবেল আরও জানান, নুরুলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাত ১০টার দিকে তিনি মারা যান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, নুরুলের মৃত্যুর ঘটনায় তাঁর ভাই লুৎফর আজ সকালে থানায় মামলা দায়ের করেছেন। মামলার দুই আসামি আব্দুস সাত্তার ও তাঁর মেয়ে মেরিনাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।’

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান