হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সরকারি চাকরি ছেড়েও নৌকার মনোনয়ন পেলেন না আবু হানিফ

উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধি 

সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সরকারি চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন সহকারী শিক্ষক আবু হানিফ। সেই শিক্ষকের ভাগ্যে জোটেনি নৌকার মনোনয়ন।

জানা গেছে, আবু হানিফ দীর্ঘ দিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তৃণমূলে তাঁর ভালো গ্রহণযোগ্যতাও আছে। এর আগে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ফলে এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন বলে তাঁর দৃঢ় বিশ্বাস ছিল। সেই আত্মবিশ্বাস থেকেই চাকরি ছেড়ে দিয়েছেন। কিন্তু দল থেকে মনোনয়ন পেলেন না। অবশ্য বিষয়টি নিয়ে তিনি একেবারেই বিচলিত নন। আবু হানিফের আর্থিক অবস্থাও বেশ ভালো।

আজ শুক্রবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এরপরই দলীয় মনোনয়ন না পাওয়ার বিষয়ে জানতে পারেন আবু হানিফ। আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ২নং বাঙ্গালা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সোহেল রানা। 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, আবু হানিফ উপজেলার পশ্চিম সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি গত ৪ অক্টোবর সরকারি চাকরি থেকে অব্যাহতি নেন। পরবর্তীতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্তির আবেদনপত্র সংগ্রহ করেন। সহকারী শিক্ষক আবু হানিফ উল্লাপাড়া উপজেলার ২নং বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় ছিলেন। 

এ বিষয়ে সহকারী শিক্ষক আবু হানিফের সঙ্গে ফোনে কথা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ঢাকা থেকে গাড়িতে করে বাসায় ফিরছি। তাঁর কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগে বাসায় ফিরে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিব। এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে। 

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে