হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

রেলস্টেশন থেকে নিখোঁজ জিল্লার রহমানের খোঁজ চায় পরিবার

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

জিল্লার রহমান। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলস্টেশন থেকে হারিয়ে গেছেন এক বাক্‌প্রতিবন্ধী ব্যক্তি। নিখোঁজ ব্যক্তির নাম জিল্লার রহমান মণ্ডল (৬০)। তিনি উল্লাপাড়া উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় কামারখন্দ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন নিখোঁজ ব্যক্তির ভাতিজা মইদুল ইসলাম।

তবে এ বিষয়ে জানতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফকে কল দিলে তিনি রিসিভ করেননি।

জানা গেছে, গত শুক্রবার (১৩ জুন) সকালে রাজশাহীতে আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে জামতৈল রেলস্টেশনে আসেন জিল্লার রহমান। তাঁর সঙ্গে আরও পাঁচজন ছিলেন। বাকি চারজন ঠিকঠাক ট্রেনে উঠলেও একজন তাঁদের সঙ্গে উঠতে ব্যর্থ হন। এতে অন্য সঙ্গীরা ভেবেছিলেন, হয়তো জিল্লার রহমান ট্রেন মিস করেছেন। কিন্তু পরে নিখোঁজ ব্যক্তির পরিবার জানতে পারেন, তিনি ট্রেনে উঠেছিলেন, তবে এর পর থেকে আর তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ জিল্লার রহমানের ভাতিজা মইদুল ইসলাম বলেন, ‘আমার চাচার পরনে ছিল মিষ্টি রঙের ফুলহাতা শার্ট ও সাদা চেক লুঙ্গি। গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি।’

পরিবারের সদস্যরা জানান, মানসিক ও বাক্‌প্রতিবন্ধিতার কারণে একা চলাফেরা করা তাঁর (জিল্লার রহমান) পক্ষে কঠিন। তাই তাঁকে দ্রুত খুঁজে পাওয়া অত্যন্ত জরুরি।

নিখোঁজ জিল্লার রহমান সম্পর্কে কারও কোনো তথ্য জানা থাকলে ০১৭৪৭০১১৩৩৭ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তাঁর পরিবার।

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪