হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

মেডিকেল ছাত্রকে গুলি: শিক্ষক রায়হানের কাছে অস্ত্র বিক্রেতা সোহাগকে খুঁজছে পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফের কাছে অস্ত্র বিক্রি করা সোহাগকে খুঁজছে গোয়েন্দা পুলিশ। তাকে গ্রেপ্তারে অভিযানও চালানো হচ্ছে বলে আজ শনিবার দুপুরে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক জুলহাজ উদ্দিন। তিনি বলেন, ‘রায়হান শরীফের ঘটনার পর থেকে অস্ত্র বিক্রেতা সোহাগ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।’ 

এদিকে শিক্ষক রায়হান শরীফের দৃষ্টান্তমূলক শাস্তি ও চার দফা দাবিতে শহরের বিভিন্ন স্থানে প্যানা ও ফেস্টুন ঝুলানো হয়েছে। শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই প্যানা লাগান হয়। 

শিক্ষার্থীদের চার দাবির মধ্যে রয়েছে, শিক্ষক রায়হান শরীফের বিএমডিসি রেজিস্ট্রেশন বাতিল, সরকারি চাকরি থেকে স্থায়ীভাবে অব্যাহতি, সংবিধান অনুযায়ী সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা।

৪ মার্চ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক রায়হান শরীফ শ্রেণিকক্ষের ভেতরে তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করেন। এরপর রায়হান শরীফকে শ্রেণিকক্ষে আটকে রাখেন শিক্ষার্থীরা। পরে পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়। 
 
ওই সময় পড়ে থাকা পিস্তল ও একটি ব্যাগ জব্দ করে পুলিশ। ব্যাগটির ভেতর থেকে আরও একটি পিস্তল, ৮১টি গুলি, চারটি ম্যাগাজিন, দুটি বিদেশি কাতানা (ছোরা) ও ১০টি অত্যাধুনিক বার্মিজ চাকু জব্দ করা হয়। 

এসব অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ডিবি পুলিশ বাদী হয়ে রায়হান শরীফের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন। এ ছাড়া গুলিতে আহত শিক্ষার্থীর বাবা আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে তাঁর ছেলেকে হত্যাচেষ্টা অভিযোগ এনে আরেকটি মামলা করেন।

অস্ত্র মামলায় ১১ মার্চ শিক্ষক রায়হান শরীফকে পাঁচ দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ। রিমান্ড শেষে বর্তমানে তিনি সিরাজগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড