হোম > সারা দেশ > পাবনা

দলবদ্ধভাবে ধর্ষণের পর শিশু জুঁইকে হত্যা, শিশু-কিশোরসহ গ্রেপ্তার ৫

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 

শিশু জুঁইকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানা। ছবি: আজকের পত্রিকা

পাবনার চাটমোহরে ভুট্টাখেত থেকে শিশুর লাশ উদ্ধারের ঘটনায় এক যুবক, শিশু ও তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুটিকে দলবদ্ধভাবে ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। গ্রেপ্তার যুবক ও কিশোরেরা ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে শিকার করেছে।

আজ রোববার দুপুর ১২টায় চাটমোহর থানায় সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

এর আগে ১৫ এপ্রিল চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের একটি ভুট্টাখেতে আকলিমা খাতুন জুঁই (৭) নামের ওই শিশুর লাশ পাওয়া যায়।

জুঁই নাটোরের বড়াইগ্রাম উপজেলার চাঁন্দাই ইউনিয়নের বড় গারফা গ্রামের জাহিদুর রহমানের মেয়ে।

গ্রেপ্তার যুবক হলেন গড়ফা গ্রামের সুলতান হোসেনের ছেলে সোহেল রানা (২৫)।

সংবাদ সম্মেলনে চাটমোহর থানার ওসি মঞ্জরুল ইসলাম বলেন, ১৪ এপ্রিল বিকেলে শিশু আকলিমা খাতুন জুঁই তার দাদির বাড়িতে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যায় জুঁই দাদির বাড়ি থেকে চলে এলেও বাড়িতে আর ফেরেনি। পরদিন সকালে চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের আফজাল হোসেনের ভুট্টাখেতে জুঁইয়ের মরদেহ পাওয়া যায়। এ ব্যাপারে জুঁইয়ের মা মোমেনা খাতুন চাটমোহর থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই চাটমোহর ও বড়াইগ্রাম থানা–পুলিশ হত্যার সূত্র উদ্‌ঘাটনে নামে।

ওসি আরও জানান, শিশুটিকে দলবদ্ধ ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত বলে শিকার করেছে। আজ দুপুরে পাবনার আদালতে পাঠালে তাঁরা ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ