হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বাড়ির উঠানে খেলছিল শিশু, ৫ দিন পর মিলল লাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজের পাঁচদিন পর এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুর (৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১১টার দিকে বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামে একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত মাহি খাতুন বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

শিশুর বাবা আব্দুল মান্নান বলেন, ‘গত ২৬ ফেব্রুয়ারি সকালে বাড়ির উঠানে খেলা করছিল মাহি। সকাল ৯টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পাড়া-প্রতিবেশি ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তার সন্ধানে বিভিন্ন স্থানে পোষ্টারও লাগানো হয়। আজ সকালে বাড়ির পাশে ডোবার মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা আমাদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।’ 

বেলকুচি থানার ওসি আনিছুর রহমান বলেন, শিশুটি গত পাঁচদিন আগে নিখোঁজ হয়। তার পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করে। আজ বেলা ১১টার দিকে শিশুটির বাড়ি পাশে কচুরিপানার ডোবার মধ্যে তার মরদেহ পড়ে ছিল। খবর পেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড