হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বাড়ির উঠানে খেলছিল শিশু, ৫ দিন পর মিলল লাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজের পাঁচদিন পর এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুর (৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১১টার দিকে বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামে একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত মাহি খাতুন বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

শিশুর বাবা আব্দুল মান্নান বলেন, ‘গত ২৬ ফেব্রুয়ারি সকালে বাড়ির উঠানে খেলা করছিল মাহি। সকাল ৯টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পাড়া-প্রতিবেশি ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তার সন্ধানে বিভিন্ন স্থানে পোষ্টারও লাগানো হয়। আজ সকালে বাড়ির পাশে ডোবার মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা আমাদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।’ 

বেলকুচি থানার ওসি আনিছুর রহমান বলেন, শিশুটি গত পাঁচদিন আগে নিখোঁজ হয়। তার পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করে। আজ বেলা ১১টার দিকে শিশুটির বাড়ি পাশে কচুরিপানার ডোবার মধ্যে তার মরদেহ পড়ে ছিল। খবর পেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর