হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২ ডেঙ্গু রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ডেঙ্গু রোগী বাড়ার পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ১৭ জন রোগী। আর ছাড়পত্র পেয়েছেন ১৪ জন।

এসব তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ। তিনি জানান, বুধবার সকালে মো. হাসান (২৭) নামের এক রোগী মারা গেছেন ডেঙ্গু ওয়ার্ডে। তাঁর বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলায়। তিনি ঢাকা থেকে এসেছিলেন। এর আগে আজ (বৃহস্পতিবার) সকালে ওয়াজেদ মিয়া (৫৩) নামের আরেক রোগী মারা গেছেন। তাঁর বাড়ি নেত্রকোনা। ডেঙ্গু নিয়ে গত ৩ সেপ্টেম্বর ওয়াজেদ মিয়াকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পরিচালক শামীম আহাম্মদ জানান, চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে ১ হাজার ১২৬ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৯৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার আগে রাজশাহী থেকে কোথাও যাননি। তাঁরা রাজশাহীতেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত হাসপাতালে মোট সাতজন ডেঙ্গু রোগী মারা গেছেন। ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১ হাজার ১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন চিকিৎসাধীন আছেন ১০৬ জন। এদের মধ্যে স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন ৮৩ জন।

উল্লেখ্য, রামেক হাসপাতালে ৬০ টাকায় রোগীদের ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। শহরের ১১টি স্থানে ডেঙ্গু পরীক্ষা করা যাচ্ছে বিনা মূল্যে। সিটি হাসপাতাল ও ১০টি নগর স্বাস্থ্যকেন্দ্রে সিটি করপোরেশন বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করেছে।

তবে রাজশাহীর বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ৩০০ থেকে ৫০০ টাকা নেওয়া হচ্ছে ডেঙ্গু পরীক্ষায়।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা