হোম > সারা দেশ > রাজশাহী

দলবল নিয়ে পরীক্ষাকেন্দ্রে এমপি এনামুল, ফেসবুকে লাইভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে গিয়ে ফেসবুকে সরাসরি সম্প্রচার (লাইভ) করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। যদিও নীতিমালা অনুযায়ী কেন্দ্রে মোবাইল ফোন নেওয়াই নিষিদ্ধ। পরে সেই ভিডিও মুছে দিয়েছেন এমপি।

জানা যায়, কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে এমপি এনামুল হক কেন্দ্র পরিদর্শন করার সময় সেই দৃশ্য তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভ করা হয়। লাইভে দেখা যায়, পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এমপি এনামুল। কারও কারও প্রশ্নপত্র হাতে নিয়ে দেখছেন। এ সময় অনেক পরীক্ষার্থীকেই লেখা বন্ধ করে বসে থাকতে দেখা গেছে। ঘণ্টা দুয়েক পর অবশ্য ভিডিওটি আর এমপির আইডিতে দেখা যায়নি। শুধু পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের কিছু ছবি রয়েছে।

এর আগে গত ৭ আগস্ট বাগমারায় করোনার গণটিকা কার্যক্রমের উদ্বোধনের সময় এমপি এনামুল হক এক বৃদ্ধের শরীরে টিকা পুশ করেন। একজন প্রকৌশলী হয়ে চিকিৎসকের মতো টিকা পুশ করার ওই ঘটনা নিয়ে ওই সময় ব্যাপক সমালোচনা হয়। এবার পরীক্ষাকেন্দ্রে দলবল নিয়ে পরিদর্শন এবং তা ফেসবুকে লাইভ করায় সমালোচিত হচ্ছেন তিনি। ‘পরীক্ষাকেন্দ্রে এভাবে পরীক্ষার্থীদের ডিস্টার্ব করা ঠিক না’ এমন মন্তব্য এসেছিল ভিডিওর নিচে।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে বাগমারার সালেহা ইমারত গার্লস একাডেমি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যান এমপি এনামুল হক। তখন তাঁর ফেসবুক আইডি থেকে এমপির ওই পরিদর্শন লাইভ করা হয়। পরিদর্শনের সময় এমপি এনামুলের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদা খানমকেও দেখা গেছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে চাননি ইউএনও। পরীক্ষাকেন্দ্রের সচিব আনোয়ার হোসেন বলেন, ‘পরীক্ষাকেন্দ্রে লাইভ তো দূরের কথা, মোবাইল ফোন ব্যবহার করারই সুযোগ নেই।’ তবে এমপির মোবাইল থেকে লাইভ দেওয়া হয়েছে কি না, তা তিনি দেখেননি।

এভাবে দলবল নিয়ে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন এবং সেটি ফেসবুকে লাইভ করা নিয়ে জানতে চাইলে এমপি এনামুল হক বলেন, ‘তো কী হয়েছে? মন্ত্রী-সচিবেরা পরিদর্শনের সময় মোবাইল নিয়ে যান না? তাঁরা লাইভ দেন না?’ এ কথা বলেই ফোন কলটির সংযোগ বিচ্ছিন্ন করে দেন এমপি। এর কিছুক্ষণ পরেই তাঁর আইডিতে লাইভ ভিডিওটি আর দেখা যায়নি।

পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে জানতে চাইলে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. হাবিবুর রহমান বলেন, ‘একমাত্র কেন্দ্রসচিব পরীক্ষাকেন্দ্রে একটি ফিচার ফোন ব্যবহার করতে পারবেন। ইন্টারনেট ব্যবহার করা যায় এমন স্মার্টফোনও ব্যবহার করতে পারবেন না। তিনি ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। মন্ত্রী পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গেলেও তিনি গাড়িতে ফোন রেখে যান।’

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক