হোম > সারা দেশ > রাজশাহী

পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় মামলা, ১০৩ জনের আগাম জামিন 

সিরাজগঞ্জ প্রতিনিধি

পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় দলের সহসভাপতি নাজমুল হাসান রানাসহ সিরাজগঞ্জ ও অন্যান্য জেলা মিলিয়ে ১০৩ কর্মীর আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ রোববার দুপুরে হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করে আদেশ দেন। 

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশের করা মামলায় আজ দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির ৪৬ জনসহ ১০৩ নেতাকর্মী আগাম জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন। জামিন শুনানি শেষে বিচারক ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেছেন।’ 

আদালতে বিএনপির নেতাদের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, ‘মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি অমর কৃষ্ণ দাস, যুগ্ম সম্পাদক শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, কাজীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদ কবীর চান্দু, সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালসহ ১২ নেতা-কর্মীকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তাঁরা জেলা কারাগারে রয়েছেন।’ 

উল্লেখ্য, ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে বিভিন্ন জেলায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সিরাজগঞ্জে ৭ পুলিশ সদস্যসহ বিএনপির ২০ নেতাকর্মী আহত হন। এ ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে প্রধান আসামি করে ১১০ নেতাকর্মীর নামে মামলা করে পুলিশ। 

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত