অভাবের তাড়নায় রাজশাহীতে মো. রহিদুল (৪০) নামের এক ব্যক্তি তাঁর দুই দিন বয়সী মেয়েকে ২৪ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিলেন। আজ রোববার অভিযোগ পেয়ে রাজশাহী নগরীর রাজপাড়া থানা-পুলিশ বাচ্চাটিকে উদ্ধার করেছে। বাচ্চা কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রহিদুলসহ তিনজনকে আটক করেছে। মো. রহিদুল (৪০) রাজশাহী নগরীর সিলিন্দা এলাকায় তাঁর বাড়ি। পেশায় তিনি একজন দিনমজুর। গত ১২ নভেম্বর তিনি মেয়েকে বিক্রি করে দেন। পরে আরেক দফা বাচ্চাটি বিক্রি হয়েছিল ৩০ হাজার টাকায়।
এর আগে আজ সকালে বাচ্চার বাবা রহিদুল, তরিকুল ও বিউটিকে আটক করা হয়। থানায় আটক অবস্থায় রহিদুল জানিয়েছেন, অভাবের তাড়নায় তিনি বাচ্চাটি বিক্রি করে দিয়েছিলেন। বিকেলে বাচ্চাটি উদ্ধার করে এনে মা জান্নাতুল খাতুনের কাছে দেওয়া হয়। এ সময় তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘আমাকে মিথ্যা কথা বলে আমার স্বামী বাচ্চা বিক্রি করে দিয়েছিলেন। বুকের ধন ফিরে পেয়ে তিনি এখন খুশি।’
এ নিয়ে জানতে চাইলে রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কাজল নন্দী জানান, নার্সিং হোম থেকে খালি হাতে বাড়ি ফেরার পর জান্নাতুলের কান্না থামছিল না। একজন প্রতিবেশী তখন বিষয়টি থানায় জানান। এরপরই রহিদুলকে থানায় তুলে জিজ্ঞাসাবাদ করলে বাচ্চা বিক্রির বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় বাবা রহিদুল, দালাল তরিকুল এবং ক্রেতা বিউটিকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে একটি মামলা হবে। বাচ্চার মা মামলার বাদী হবেন। আইনগত প্রক্রিয়া শেষে বাচ্চাটি মায়ের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এ এসআই।