নাটোরের বড়াইগ্রামে কালোজিরা, সরিষা ও আতপ চালের সমন্বয়ে আঁকা হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। জাতির পিতার ১০২ তম জন্মবার্ষিকীতে কৃষকের পুঁজি শস্যদানা দিয়ে আজ বৃহস্পতিবার এই প্রতিকৃতি আঁকা হয়। এই চিত্রকর্ম তৈরির আয়োজন করে বড়াইগ্রাম উপজেলা কৃষি অফিস।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা বলেন, সুজলা, সুফলা শস্য শ্যামল এই বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান। তার লালিত স্বপ্নের বীজের ফসল এই বঙ্গভূমি। আর তাই বাঙালির প্রাণের কৃষি বীজ দিয়েই শ্রদ্ধা ভালোবাসায় গড়ে তোলা হয়েছে এই প্রতিকৃতি।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সারা দেশের ন্যায় বড়াইগ্রামে শুরু হচ্ছে মুক্তির মেলা ও সুবর্ণজয়ন্তী উৎসব। সেই উৎসবে উপজেলা কৃষি অফিসের স্টলে প্রদর্শনের জন্য প্রকাশ্যে আনা হবে শস্য দানায় আঁকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি।