হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ফাল্গুনের বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা আলু চাষিদের  

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ফাল্গুনের শুরুতে এক রাতের বৃষ্টিতে আলুর ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। জমিতে বৃষ্টির পানি জমে থাকায় আলুতে পচন ধরতে পারে বলে জানিয়েছেন চাষিরা। গত শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বগুড়া জেলার সব উপজেলায় বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা মাঝারি ধরনের ভারী বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

বগুড়া কাহালু উপজেলার সরাই এবং কাইট গ্রাম দেখা যায় কোথাও কোথাও আলুর জমিতে পানি জমে আছে এবং কোথায় জমিতে তুলে রাখা আলু ভিজে গেছে। এতে ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। 

সরাই গ্রামের কৃষক আইয়ুব প্রামাণিক ও কাইট গ্রামের মোজাহার হোসেন বলেন, আলু তুলে জমিতে রাখা হয়। সেখানেই রোদে শুকানোর পর বাড়িতে অথবা হিমাগারে নিয়ে যাওয়া হয়। কিন্তু হঠাৎ করে রাতের বৃষ্টিতে আলু ভিজে ক্ষতি হয়ে গেল। তারা বলেন, বৃষ্টির পানিতে আলু ভিজে যাওয়ায় পচন দেখা দিতে পারে। আবার যেসব জমিতে এখনো আলু তোলা হয়নি সেই সব জমিতে পানি জমে থাকায় ক্ষতির সম্ভাবনা রয়েছে।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্যমতে এ বছর বগুড়ায় মোট ৫৫ হাজার ২৬০ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার পর্যন্ত মাত্র ৫০ শতাংশ আলু উত্তোলন করেছেন কৃষকেরা। এখন পর্যন্ত বেশির ভাগ আলু জমিতেই রয়েছে। 

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মতলেবুর রহমান বলেন, এখন পর্যন্ত প্রায় ৫০ শতাংশ আলু উত্তোলন করেছেন কৃষকেরা। জেলার সব জায়গায় সমান বৃষ্টিপাত হয়নি। আর যদি বৃষ্টিপাত না হয় তাহলে আলুর ক্ষতি হবে না।

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন