হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ফাল্গুনের বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা আলু চাষিদের  

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ফাল্গুনের শুরুতে এক রাতের বৃষ্টিতে আলুর ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। জমিতে বৃষ্টির পানি জমে থাকায় আলুতে পচন ধরতে পারে বলে জানিয়েছেন চাষিরা। গত শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বগুড়া জেলার সব উপজেলায় বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা মাঝারি ধরনের ভারী বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

বগুড়া কাহালু উপজেলার সরাই এবং কাইট গ্রাম দেখা যায় কোথাও কোথাও আলুর জমিতে পানি জমে আছে এবং কোথায় জমিতে তুলে রাখা আলু ভিজে গেছে। এতে ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। 

সরাই গ্রামের কৃষক আইয়ুব প্রামাণিক ও কাইট গ্রামের মোজাহার হোসেন বলেন, আলু তুলে জমিতে রাখা হয়। সেখানেই রোদে শুকানোর পর বাড়িতে অথবা হিমাগারে নিয়ে যাওয়া হয়। কিন্তু হঠাৎ করে রাতের বৃষ্টিতে আলু ভিজে ক্ষতি হয়ে গেল। তারা বলেন, বৃষ্টির পানিতে আলু ভিজে যাওয়ায় পচন দেখা দিতে পারে। আবার যেসব জমিতে এখনো আলু তোলা হয়নি সেই সব জমিতে পানি জমে থাকায় ক্ষতির সম্ভাবনা রয়েছে।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্যমতে এ বছর বগুড়ায় মোট ৫৫ হাজার ২৬০ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার পর্যন্ত মাত্র ৫০ শতাংশ আলু উত্তোলন করেছেন কৃষকেরা। এখন পর্যন্ত বেশির ভাগ আলু জমিতেই রয়েছে। 

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মতলেবুর রহমান বলেন, এখন পর্যন্ত প্রায় ৫০ শতাংশ আলু উত্তোলন করেছেন কৃষকেরা। জেলার সব জায়গায় সমান বৃষ্টিপাত হয়নি। আর যদি বৃষ্টিপাত না হয় তাহলে আলুর ক্ষতি হবে না।

বিএনপিপন্থী শিক্ষকের ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম