হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

বাঁশবাগান থেকে বিদেশি পিস্তলসহ ৪ জনকে গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদেশি পিস্তলসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ৪৯ হাজার টাকা ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

গতকাল শনিবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের পিরোজপুর এলাকার ইরফান আলীর বাঁশবাগানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জের র‍্যাব ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকার রেজাউল হকের ছেলে ইসাহাক আলী (৩০), একই এলাকার মজিবুর রহমানের ছেলে জনি ইসলাম (২২), মো. শামছুল হকের ছেলে ফারুক হোসেন (৩৭) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পিরোজপুর পশ্চিমপাড়া এলাকার মিন্টু মিয়ার ছেলে জাকির হোসেন (৩৫)।

চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ৫-এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পিরোজপুর এলাকার একটি বাঁশঝাড়ের নিচে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, চারটি গুলি ও তাঁদের ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অস্ত্র ও গুলি কেনার জন্য গোদাগাড়ী থেকে শিবগঞ্জে এসেছিলেন বলে জানিয়েছেন। অস্ত্র হাতবদলের সময় তাঁদের আটক করা হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, ‘র‍্যাবের দায়ের করা মামলায় চার ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী