হোম > সারা দেশ > রাজশাহী

নাটোর থেকে এসে রাজশাহীতে গাড়ি ভাঙচুর, আটক ২

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর পুঠিয়ায় তৃতীয় দফার ৪৮ ঘণ্টা অবরোধে একটি বাস ও দুটি ট্রাক ভাঙচুর করেছে অবরোধকারীরা। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে পুঠিয়ার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা দুজনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন। 

আটক দুজনের নাম বাঁধন ও মুকুট। তাঁদের বাড়ি নাটোরে। তাঁরা ছাত্রদলের কর্মী বলে পুলিশকে জানিয়েছেন। 
বাস ও ট্রাক ভাঙচুরের কারণে স্থানীয়রা তাঁদের একটি মোটরসাইকেল ভাঙচুর করেছেন। কয়েকটি মোটরসাইকেলে চড়ে ৮০-১০ জন ছাত্রদল কর্মী নাটোর থেকে রাজশাহী এসেছিলেন। ভাঙচুর করা মোটরসাইকেলটি পুলিশ জব্দ করেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শিবপুর বাজারে অবরোধকারীরা রাজশাহী-রংপুর রুটে চলাচলকারী একটি বাস ভাঙচুর করতে শুরু করেন। তখন বাসের ভেতরে থাকা প্রায় অর্ধশত যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। নারী ও শিশুরা কান্না শুরু করেন। বাসের ভাঙা কাচে এক বৃদ্ধসহ দুজন আহত হন। অবরোধকারীদের অন্য আরেকটি দল দুটি ট্রাক ভাঙচুর করে। এ সময় স্থানীয় লোকজন দুজনকে ধরে পুলিশে দেন। অন্যরা তখন দ্রুত পালিয়ে যান। 

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা ছাত্রদলের কর্মী বলে জানিয়েছেন। বাস-ট্রাক ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা