হোম > সারা দেশ > রাজশাহী

নাটোর থেকে এসে রাজশাহীতে গাড়ি ভাঙচুর, আটক ২

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর পুঠিয়ায় তৃতীয় দফার ৪৮ ঘণ্টা অবরোধে একটি বাস ও দুটি ট্রাক ভাঙচুর করেছে অবরোধকারীরা। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে পুঠিয়ার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা দুজনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন। 

আটক দুজনের নাম বাঁধন ও মুকুট। তাঁদের বাড়ি নাটোরে। তাঁরা ছাত্রদলের কর্মী বলে পুলিশকে জানিয়েছেন। 
বাস ও ট্রাক ভাঙচুরের কারণে স্থানীয়রা তাঁদের একটি মোটরসাইকেল ভাঙচুর করেছেন। কয়েকটি মোটরসাইকেলে চড়ে ৮০-১০ জন ছাত্রদল কর্মী নাটোর থেকে রাজশাহী এসেছিলেন। ভাঙচুর করা মোটরসাইকেলটি পুলিশ জব্দ করেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শিবপুর বাজারে অবরোধকারীরা রাজশাহী-রংপুর রুটে চলাচলকারী একটি বাস ভাঙচুর করতে শুরু করেন। তখন বাসের ভেতরে থাকা প্রায় অর্ধশত যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। নারী ও শিশুরা কান্না শুরু করেন। বাসের ভাঙা কাচে এক বৃদ্ধসহ দুজন আহত হন। অবরোধকারীদের অন্য আরেকটি দল দুটি ট্রাক ভাঙচুর করে। এ সময় স্থানীয় লোকজন দুজনকে ধরে পুলিশে দেন। অন্যরা তখন দ্রুত পালিয়ে যান। 

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা ছাত্রদলের কর্মী বলে জানিয়েছেন। বাস-ট্রাক ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর