হোম > সারা দেশ > রাজশাহী

বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেলচালকের

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে মোটরসাইকেল-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাফুজ রহমান (৪০) নামের মোটরসাইকেলচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন বাইসাইকেলের চালক এবং মোটরসাইকেলের আরোহী। আজ শনিবার রাত আটটার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পাঁচশিরা-ঠুঁসিগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মাফুজ রহমান জেলার কালাই উপজেলার পুনট-মাদাই এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে। আহত মোটরসাইকেলের আরোহী আরিফুল একই গ্রামের আফতাব আলীর ছেলে। অপর আহতজন হলেন বাইসাইকেলের চালক মুকুল হোসেন সরদার। তিনি একই উপজেলার থুপসারা মহল্লার মৃত আয়মদ্দিন সরদারের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাফুজ রহমান তাঁদের নিজগ্রাম থেকে ভাগিনা আরিফুলকে মোটরসাইকেলে সঙ্গে নিয়ে কালাই হাটে বাজার করতে আসছিলেন। তাঁরা জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পাঁচশিড়া-ঠুঁসিগাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে পাকা সড়কের ওপরে ছিটকে পড়েন চালক এবং আরোহী। 

এতে মুকুল মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। আহত হন মোটরসাইকেলের আরোহী এবং বাইসাইকেলের চালকও। তাঁদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কর্মকর্তা ডা. সুজয় শাহা মোটরসাইকেলের চালককে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত বাইসাইকেলের চালককে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। 

প্রত্যক্ষদর্শী কালাই উপজেলার সরাইল মহল্লার রাজিব আজকের পত্রিকাকে বলেন, ‘আমার চোখের সামনেই এ দুর্ঘটনা ঘটে। বাইসাইকেলটি ঘোরানোর সময় মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাকা সড়কের ওপরে ছিটকে পড়েন মোটরসাইকেলের চালক। মাথায় ফেটে গিয়ে প্রচণ্ড আঘাত পান। আর সেখানেই রক্তাক্ত হয়ে মারা যান।’ 

জয়পুরহাটের কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কালাইয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। লাশের সুরতাল রিপোর্ট করা হয়েছে। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী