হোম > সারা দেশ > রাজশাহী

রাবিতে মধ্যরাতে আবাসিক শিক্ষার্থীকে সিট থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের এক আবাসিক শিক্ষার্থীকে সিট থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে হল শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শহীদ শামসুজ্জোহা হলের ২১৪ নম্বর রুম থেকে ওই শিক্ষার্থীর বিছানাপত্র বারান্দায় বের করে দেওয়া হয় বলে জানা গেছে। 

ভুক্তভোগী মো. শরিফুল ইসলাম পদার্থবিজ্ঞান বিভাগের ১৮-১৯ বর্ষের শিক্ষার্থী। তিনি শহীদ শামসুজ্জোহা হলের ২১৪ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী। ভুক্তভোগীর অভিযোগ, শহীদ শামসুজ্জোহা হল শাখা ছাত্রলীগের সভাপতি চিরন্তন চন্দের অনুসারীরা তাঁকে সিট থেকে নামিয়ে দিয়েছেন। 

ভুক্তভোগী শিক্ষার্থী মো. শরিফুল ইসলাম বলেন, ‘এক বছর আগে হলের সিট পেয়েছি। গত বুধবার আমার বরাদ্দকৃত সিটে উঠেছি। কিন্তু সেদিন রাত ২টায় আমাকে ছাত্রলীগের সোহাগ, রনিসহ আরও কয়েকজন এসে হুমকি দেয়। বৃহস্পতিবার রাত ১০টার পরে তারা আমার রুম থেকে বিছানাপত্র বারান্দায় ফেলে দেয়।’ 

জোহা হল শাখা ছাত্রলীগের সভাপতি চিরন্তন চন্দ অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। আমি দুই দিন বাইরে ছিলাম। এ বিষয়ে হল প্রশাসন ভালো জানে।’ 

শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ মো. একরামুল ইসলাম বলেন, ‘আমরা তাকে আনুষ্ঠানিকভাবে সিট দিয়েছি। আজকের মধ্যে তাকে সিটে তুলে দেওয়া হবে।’ 

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে