হোম > সারা দেশ > রাজশাহী

রাবিতে মধ্যরাতে আবাসিক শিক্ষার্থীকে সিট থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের এক আবাসিক শিক্ষার্থীকে সিট থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে হল শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শহীদ শামসুজ্জোহা হলের ২১৪ নম্বর রুম থেকে ওই শিক্ষার্থীর বিছানাপত্র বারান্দায় বের করে দেওয়া হয় বলে জানা গেছে। 

ভুক্তভোগী মো. শরিফুল ইসলাম পদার্থবিজ্ঞান বিভাগের ১৮-১৯ বর্ষের শিক্ষার্থী। তিনি শহীদ শামসুজ্জোহা হলের ২১৪ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী। ভুক্তভোগীর অভিযোগ, শহীদ শামসুজ্জোহা হল শাখা ছাত্রলীগের সভাপতি চিরন্তন চন্দের অনুসারীরা তাঁকে সিট থেকে নামিয়ে দিয়েছেন। 

ভুক্তভোগী শিক্ষার্থী মো. শরিফুল ইসলাম বলেন, ‘এক বছর আগে হলের সিট পেয়েছি। গত বুধবার আমার বরাদ্দকৃত সিটে উঠেছি। কিন্তু সেদিন রাত ২টায় আমাকে ছাত্রলীগের সোহাগ, রনিসহ আরও কয়েকজন এসে হুমকি দেয়। বৃহস্পতিবার রাত ১০টার পরে তারা আমার রুম থেকে বিছানাপত্র বারান্দায় ফেলে দেয়।’ 

জোহা হল শাখা ছাত্রলীগের সভাপতি চিরন্তন চন্দ অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। আমি দুই দিন বাইরে ছিলাম। এ বিষয়ে হল প্রশাসন ভালো জানে।’ 

শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ মো. একরামুল ইসলাম বলেন, ‘আমরা তাকে আনুষ্ঠানিকভাবে সিট দিয়েছি। আজকের মধ্যে তাকে সিটে তুলে দেওয়া হবে।’ 

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা