হোম > সারা দেশ > রাজশাহী

যুবকের চোখ তুলে নেওয়ার চেষ্টায় থানায় মামলা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে নাজমুল হক (৩৬) নামের এক যুবকের চোখ তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। গত রোববার উপজেলার বাজিতপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার রাতে এ ঘটনায় জড়িত তিনজনকে আসামি করে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন ভুক্তভোগী নাজমুল হক।

আসামিরা হলেন—উপজেলার বাজিতপুর উত্তরপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে হাফিজুল ইসলাম (৪৫), হাফিজুল ইসলামের ছেলে তৌফিকুল ইসলাম তুষার (২২), স্ত্রী তাহমিনা আক্তার তারমিনা (৩৮)।

নাজমুল হক বলেন, ‘অভিযুক্তরা আমার প্রতিবেশী। বিভিন্নভাবে তাঁরা আমার পরিবারকে জ্বালায়। তাদের কলাগাছের পাতা এসে আমার বাড়ির উঠান অন্ধকার করে রাখে। রোববার সকালে সেই কলাগাছের পাতা কেটে পরিষ্কার করতেছিলাম। এ সময় হাফিজুল ইসলামের ছেলে ও স্ত্রী দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে এসে গালি দিতে থাকে।’

নাজমুল বলেন, ‘আমি গালি দিতে নিষেধ করলে মারপিট শুরু করে। আমি মাটিতে পড়ে গেলে তারা আমাকে শ্বাসরোধে হত্যা ও চোখ তুলে নেওয়ার চেষ্টা করে। আমার স্ত্রী উদ্ধার করতে এলে তাকেও মারপিট ও শ্লীলতাহানি করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।’

তিনি আরও বলেন, ‘আমার চোখের নিচে ছয়টি সেলাই দেওয়া হয়েছে। চোখে ঝাপসা দেখছি। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলেছে চিকিৎসক।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা ডলি রানী বলেন, তার চোখের নিচে ছয়টি সেলাই দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান বলেন, থানায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী