রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় নয়জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান।
হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মারা যাওয়া নয়জনই করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, রাজশাহীর দুজন, নওগাঁ ও পাবনার একজন করে রোগী ছিলেন। বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।
ডা. সাইফুল ফেরদৌস আরও জানান, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ২২৪ জন। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৯৬ জন, রাজশাহীর ১০১ জন, নওগাঁর নয়জন, নাটোরের সাতজন এবং পাবনার ছয়জন রোগী ছিলেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৯ জন। এর মধ্যে পাবনার একজন, চাঁপাইনবাবগঞ্জের ১১ জন, রাজশাহীর ১৪ জন এবং নওগাঁর তিনজন রোগী ভর্তি হয়েছেন। হাসপাতালে এখন করোনা ইউনিটে মোট শয্যার সংখ্যা ২৩২ টি। আরও শয্যা বাড়ানোর চেষ্টা চলছে।