হোম > সারা দেশ > রাজশাহী

বাগমারার ইউএনও করোনায় আক্রান্ত

প্রতিনিধি

বাগমারা (রাজশাহী): রাজশাহীর বাগমারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদ তাঁর শিশু সন্তানসহ করোনায় আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে ইউএনও এবং উপজেলা ভূমি কার্যালয়ের ছয় কর্মকর্তা ও কর্মচারীর শরীরেও ভাইরাসটি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন ইউএনও কার্যালয়ের সুইপার হরেন চন্দ্র, উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের অফিস সহকারী শহিদুল ইসলাম বাচ্চু, ভূমি কার্যালয়ের কানুনগো রেজাউল করিম, জমা সহকারী জিয়াউর রহমান ও পিয়ন আব্দুল হান্নান।

সরকারি মেডিকেল টিম গতকাল বৃহস্পতিবার আটজনের নমুনা সংগ্রহ করে। পরে তাঁদের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। ইউএনও কার্যালয়ের অফিস সহকারী শহিদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। শহিদুল নিজেও করোনা পজিটিভ হয়েছেন।

ইউএনও কার্যালয় সূত্র জানায়, গত কয়েক দিন ধরে আক্রান্তদের শরীরে করোনার বিভিন্ন উপসর্গ দেখা দেয়। সরকারি মেডিকেল টিমকে খবর দেওয়া হলে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ বুথের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হয়। ইউএনও শরিফসহ করোনা আক্রান্ত আটজন বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন। বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তালেব হোসেন আক্রান্তদের চিকিৎসা ও করোনা থেকে সেরে ওঠার বিষয়ে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন।

ডা. তালেব বলেন, ‘আক্রান্তদের আমরা হোম কোয়ারেন্টিনে রেখে চিকিৎসাসহ সার্বিক দেখাশোনা করছি।’

করোনা আক্রান্ত শহিদুল বলেন, ‘পরীক্ষার প্রতিবেদন পজিটিভ আসার সঙ্গে সঙ্গে আমরা অফিস করা বন্ধ করে দিয়েছি। জরুরি কাজগুলো হোম কোয়ারেন্টিনে থেকে অনলাইনের মাধ্যমে চালিয়ে যাচ্ছি। আপনারা আমাদের করোনা মুক্তির জন্য দোয়া করবেন, যেন দ্রুত সুস্থ হয়ে বাগমারাবাসীর সেবায় আবারও মনোনিবেশ করতে পারি।’

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন