পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এ ঘোষণার পরই আজ বুধবার আবাসিক শিক্ষার্থীরা হল ত্যাগ করেছেন বলে বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়—সরকারের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং একই সঙ্গে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বুধবার আবাসিক শিক্ষার্থীরা হল ত্যাগ করেছেন।
আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কোনো রকম অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য দেওয়া থেকে সবাইকে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।