হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কে ১৫ কিলোমিটার যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের গোলচত্বর থেকে নলকা পর্যন্ত ১৫ কিলোমিটার মহাসড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ঘরমুখো মানুষ। আজ শুক্রবার সকালে এ চিত্র দেখা গেছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, শুক্রবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সঙ্গে সংযুক্ত ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনায় সম্প্রতি চালু করা একটি সেতুর এক্সপানশন জয়েন্ট সরে যাওয়ায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর থেকে নলকা পর্যন্ত ১৫ কিলোমিটার মহাসড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে সেতুটি সংস্কারসহ যানজট নিরসনে কাজ করছে পুলিশ। দ্রুতই যানজট নিরসনের আশা করছে পুলিশ।

ঢাকা থেকে গাইবান্ধাগামী বাসচালক আব্দুল জলিল বলেন, ‘ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত আসতে চার ঘণ্টা সময় লেগেছে। যানজটে পড়তে হয়নি। কিন্তু বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে এসে যানজটে আটকে পড়েছি। তীব্র গরমের সঙ্গে যানজট যাত্রীদের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে।’ 

বাসযাত্রী শাহজামাল বলেন, ‘এক ঘণ্টা যাবৎ মহাসড়কে আটকে আছি। ছোট ছোট ছেলেমেয়ে নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কখন বাড়ি ফিরব বলতে পারছি না।’ 

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী ও হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি শুরু হওয়ায় পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপনে বাড়ি ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। ফলে যানবাহনের চাপ প্রচণ্ডভাবে বেড়েছে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী