হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

প্রার্থীর অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেব: ইসি রাশেদা সুলতানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ‘নির্বাচনের কোনো অনিয়ম নিয়ে কোনো প্রার্থী অভিযোগ দিলে আমরা খতিয়ে দেখব। তথ্যপ্রমাণ নিয়ে ব্যবস্থা নেব। সত্য হলে আইনে যে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, সেই ব্যবস্থা নেওয়া হবে।’ 

আজ শুক্রবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

ইসি রাশেদা সুলতানা বলেছেন, ‘আশা করি, নির্বাচন খুব ভালো হবে। নির্বাচন ভালো করতে যত রকমের আয়োজন, সব করা হবে। সব ব্যবস্থা করা হবে। কেউ যদি আইনের ব্যত্যয় ঘটনায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা কাউকে ছাড় দেব না। সে যে-ই হোক।’ 

প্রধান অতিথির বক্তব্যে ইসি রাশেদা সুলতানা বলেন, ‘ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে কমিশন সচেষ্ট রয়েছে। ফলে কোথাও পরিস্থিতি খারাপের কোনো সুযোগ নেই। ভোটাররা এসে যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, আমরা সেই ব্যবস্থা করছি।’ 

জেলা প্রশাসনের আয়োজনে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর এতে সভাপতিত্ব করেন। এ সময় রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আনিসুর রহমান এবং রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় কয়েকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনী মাঠের নানা ধরনের সমস্যার কথা তুলে ধরলে সেসব প্রশ্নের উত্তর দেন তিনি।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর