রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে নওগাঁর ওই যুবক মারা গেছেন বলে হাসপাতালের এক প্রতিবেদনে জানানো হয়েছে। ওই যুবক করোনার উপসর্গে ভুগছিলেন।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন কোনো রোগী ভর্তি হননি। ছাড়পত্রও কেউ পাননি। আজ সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ভর্তি ছিলেন ১১ জন।
গতকাল রাজশাহীর ৩৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে চারজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ১১ দশমিক ১১ শতাংশ।