হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে শীতের বার্তা নিয়ে হাজির ঘন কুয়াশা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ঘন কুয়াশায় আবৃত চারপাশ। কুয়াশা ভেদ করে কিছুই দেখা যায় না। হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। আজ শুক্রবার সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা ছিল রাজশাহী। এমন কুয়াশা বুঝি শীতের আগমনী বার্তা এনেছে রাজশাহীতে। তবে বেলা গড়াতেই কুয়াশা সরিয়ে দেয় সূর্যের ঝলমলে রোদ।

রাজশাহী আবহাওয়া কার্যালয় জানিয়েছে, গত তিন দিন ধরে রাজশাহীতে দিনের তাপমাত্রা কমেছে। শুক্রবার ভোর ৬টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর গত বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৮ এবং সর্বোচ্চ ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শুক্রবার সকালে ঘন কুয়াশার মধ্যে রাজশাহীর রাস্তায় যানবাহন চলতে দেখা গেছে হেডলাইট জ্বালিয়ে। ট্রেনও চলেছে একইভাবে। হালকা শীতের কারণে গায়ে গামছা জড়িয়ে কাজের উদ্দেশে ছুটে যেতে দেখা গেছে শ্রমজীবী মানুষদের। সকালে ঠান্ডা বাতাস থাকার কারণে শহরের দু-একজন রিকশাচালককে গরম পোশাকও পরতে দেখা গেছে। এদিকে ভোররাত থেকে শীত অনুভূত হওয়ায় কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন অনেকেই।

রাজশাহী আবহাওয়া কার্যালয়ের উচ্চ পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, গত কয়েক দিন ধরেই রাজশাহীর তাপমাত্রা কমেছে। রোজই ভোরে হালকা কুয়াশা পড়ছে। এর মধ্যে মাঝারি ধরনের কুয়াশা দেখা না গেলেও শুক্রবার সকালে হঠাৎ ঘন কুয়াশায় প্রকৃতি ঢেকে যেতে দেখা গেছে। এখন ধীরে ধীরে শীত এগিয়ে আসবে। তাপমাত্রা কমতে থাকবে।

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ