হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে শীতের বার্তা নিয়ে হাজির ঘন কুয়াশা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ঘন কুয়াশায় আবৃত চারপাশ। কুয়াশা ভেদ করে কিছুই দেখা যায় না। হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। আজ শুক্রবার সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা ছিল রাজশাহী। এমন কুয়াশা বুঝি শীতের আগমনী বার্তা এনেছে রাজশাহীতে। তবে বেলা গড়াতেই কুয়াশা সরিয়ে দেয় সূর্যের ঝলমলে রোদ।

রাজশাহী আবহাওয়া কার্যালয় জানিয়েছে, গত তিন দিন ধরে রাজশাহীতে দিনের তাপমাত্রা কমেছে। শুক্রবার ভোর ৬টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর গত বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৮ এবং সর্বোচ্চ ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শুক্রবার সকালে ঘন কুয়াশার মধ্যে রাজশাহীর রাস্তায় যানবাহন চলতে দেখা গেছে হেডলাইট জ্বালিয়ে। ট্রেনও চলেছে একইভাবে। হালকা শীতের কারণে গায়ে গামছা জড়িয়ে কাজের উদ্দেশে ছুটে যেতে দেখা গেছে শ্রমজীবী মানুষদের। সকালে ঠান্ডা বাতাস থাকার কারণে শহরের দু-একজন রিকশাচালককে গরম পোশাকও পরতে দেখা গেছে। এদিকে ভোররাত থেকে শীত অনুভূত হওয়ায় কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন অনেকেই।

রাজশাহী আবহাওয়া কার্যালয়ের উচ্চ পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, গত কয়েক দিন ধরেই রাজশাহীর তাপমাত্রা কমেছে। রোজই ভোরে হালকা কুয়াশা পড়ছে। এর মধ্যে মাঝারি ধরনের কুয়াশা দেখা না গেলেও শুক্রবার সকালে হঠাৎ ঘন কুয়াশায় প্রকৃতি ঢেকে যেতে দেখা গেছে। এখন ধীরে ধীরে শীত এগিয়ে আসবে। তাপমাত্রা কমতে থাকবে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী