হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে শীতের বার্তা নিয়ে হাজির ঘন কুয়াশা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ঘন কুয়াশায় আবৃত চারপাশ। কুয়াশা ভেদ করে কিছুই দেখা যায় না। হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। আজ শুক্রবার সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা ছিল রাজশাহী। এমন কুয়াশা বুঝি শীতের আগমনী বার্তা এনেছে রাজশাহীতে। তবে বেলা গড়াতেই কুয়াশা সরিয়ে দেয় সূর্যের ঝলমলে রোদ।

রাজশাহী আবহাওয়া কার্যালয় জানিয়েছে, গত তিন দিন ধরে রাজশাহীতে দিনের তাপমাত্রা কমেছে। শুক্রবার ভোর ৬টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর গত বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৮ এবং সর্বোচ্চ ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শুক্রবার সকালে ঘন কুয়াশার মধ্যে রাজশাহীর রাস্তায় যানবাহন চলতে দেখা গেছে হেডলাইট জ্বালিয়ে। ট্রেনও চলেছে একইভাবে। হালকা শীতের কারণে গায়ে গামছা জড়িয়ে কাজের উদ্দেশে ছুটে যেতে দেখা গেছে শ্রমজীবী মানুষদের। সকালে ঠান্ডা বাতাস থাকার কারণে শহরের দু-একজন রিকশাচালককে গরম পোশাকও পরতে দেখা গেছে। এদিকে ভোররাত থেকে শীত অনুভূত হওয়ায় কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন অনেকেই।

রাজশাহী আবহাওয়া কার্যালয়ের উচ্চ পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, গত কয়েক দিন ধরেই রাজশাহীর তাপমাত্রা কমেছে। রোজই ভোরে হালকা কুয়াশা পড়ছে। এর মধ্যে মাঝারি ধরনের কুয়াশা দেখা না গেলেও শুক্রবার সকালে হঠাৎ ঘন কুয়াশায় প্রকৃতি ঢেকে যেতে দেখা গেছে। এখন ধীরে ধীরে শীত এগিয়ে আসবে। তাপমাত্রা কমতে থাকবে।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার