হোম > সারা দেশ > রাজশাহী

আদমদীঘিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে স্মৃতি আক্তার (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ হাসপাতালে পাঠিয়েছে। 

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড় আখিড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্মৃতি আক্তার ওই গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে তাঁদের বিয়ে হয়েছে। এ দম্পতির তিন বছরের একটি মেয়ে রয়েছে। গত ২৬ এপ্রিল রেজাউল মালয়েশিয়া যান। সপ্তাহ খানেক আগে মুঠোফোনে কাপড় কেনার বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এরপর বিষয়টি রেজাউল তাঁর শ্বশুরকে কল করে জানান। গতকাল সন্ধ্যায় স্মৃতি তাঁর শিশু কন্যাকে জায়ের কাছে রেখে আসেন। রাত সাড়ে ৮টার দিকে তার বাড়ির গেস্ট রুমের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। 

স্মৃতির শ্বশুর মোহাম্মদ আলী বলেন, ‘এশার নামাজ পড়ে এসে ছেলের বউকে ডাকতে গিয়ে দেখি দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ফেলা হয়। তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

স্মৃতির মামাতো ভাই নেওয়াজ মোরশেদের দাবি, তাঁর ফুপাতো বোনকে হত্যা করা হয়েছে। প্রয়োজনে মামলা করা হবে। 

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪