হোম > সারা দেশ > রাজশাহী

বালুমহালে চাঁদা দাবি, না পেয়ে গুলি ছুড়ে আতঙ্ক

বাঘা (রাজশাহী) প্রতিনিধি      

প্রতীকী ছবি

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে বৈধ ইজারা দেওয়া বালুমহালে চাঁদার দাবিতে হামলার ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনটি নৌকায় ৩৫-৪০ জনের একটি দল খেয়াঘাট এলাকায় এলোপাতাড়ি গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে দুটি স্পিডবোট ভাঙচুর এবং একটি স্পিডবোটের ইঞ্জিন খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরাঞ্চলের লক্ষ্মীনগর মৌজার ২৪ একর বালুমহালটি এ বছর মেসার্স সরকার ট্রেডার্স বৈধভাবে ইজারা নিয়েছে। ইজারাদার এস এম এখলাসের লোকজন ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিভিন্ন জেলায় সরবরাহ করছেন। বালু পরিবহনের পথে বিভিন্ন স্থানে চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। চাঁদা না দেওয়ায় এই হামলা হয়েছে বলে দাবি ইজারাদার পক্ষের।

ইজারাদারের ম্যানেজার বেলাল হোসেন জানান, হামলার সময় ড্রেজারের চালকেরা আতঙ্কে নদীর পাড় ছেড়ে দৌড়ে গা ঢাকা দেন। সকালে গুলির খোসা দেখে গুলি ছোড়ার প্রমাণ মেলে। খেয়াঘাটসংলগ্ন এক গ্রামপুলিশ জানান, রাত সাড়ে ৩টার দিকে তিনি গুলির শব্দ শুনে ঘরের ফাঁক দিয়ে দেখেন, তিনটি নৌকায় প্রায় ৪০ জন সন্ত্রাসী গুলি ছুড়ছে এবং স্পিডবোট ভাঙচুর করছে।

রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার জানান, নাটোরের লালপুরের কাকন বাহিনীর নেতৃত্বে খাল এন্টারপ্রাইজ নামের একটি চক্র বালুবাহী ট্রলার থেকে চাঁদা দাবি করছে। বৈধ ইজারার পরও চাঁদা না দেওয়ায় হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ঘটনার পর নৌ পুলিশ ও বাঘা থানা-পুলিশ যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। নৌ পুলিশের চারঘাট ফাঁড়ির ইনচার্জ হুমায়ূন রশীদ বলেন, বালু বিক্রি নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর এলাকার লোকজনের সঙ্গে দ্বন্দ্ব চলছে। এই বিরোধের জেরে আতঙ্ক ছড়াতেই রাতে গুলি ছোড়া হতে পারে।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান, হামলাকারীদের চিহ্নিত করতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম