হোম > সারা দেশ > রাজশাহী

মাদক কারবারির পেটে ৩৪ পোঁটলায় ১ হাজার ৭০০ ইয়াবা

বগুড়া প্রতিনিধি

ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় অভিনব কায়দায় পেটের মধ্যে করে ইয়াবা বহন করার সময় আলম (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে বগুড়ার চারমাথা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

জানা গেছে, মূল আসামির পেটের মধ্যে থাকা ১৭ পোঁটলা থেকে ১ হাজার ৭০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। বাকি ১৭টি পোঁটলা বের করার জন্য তাঁর চিকিৎসা চলছে।

গ্রেপ্তার আলম জয়পুরহাট জেলার কালাই থানার জামুড়া গ্রামের সামাদের ছেলে। তাঁর পেটের ভেতরে ৩৪টি পোঁটলায় মোট ১ হাজার ৭০০ ইয়াবা ঢুকিয়ে টেকনাফ থেকে বাসে করে বগুড়ায় নিয়ে আসছিলেন। তাঁর অপর দুজন সহযোগী হলেন মো. আপেল (৩৫) ও তাঁর স্ত্রী মোছা স্মৃতি বেগম (৩০)। তাঁরা দুজনেই বগুড়া শহরের চক সূত্রাপুর চামড়া গুদাম এলাকার পারভীনের বাসায় ভাড়াটে হিসেবে বসবাস করতেন।

জানতে চাইলে জেলা ডিবি পুলিশের এসআই আবু জাফর আজকের পত্রিকাকে জানান, আলমের পেট থেকে এখন পর্যন্ত ১৭টি ইয়াবার পোঁটলা উদ্ধার করা হয়েছে। চিকিৎসকের সহায়তায় অবশিষ্ট পোঁটলাগুলো উদ্ধারের প্রক্রিয়া চলছে। পাশাপাশি আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল