নওগাঁর মান্দায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০১ জন, সংরক্ষিত সদস্য পদে ১৭৯ জন ও সাধারণ সদস্য পদে ৫৭১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র দাখিল করা হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ভারশোঁ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত সদস্য পদে ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৫০ জন; ভালাইন ইউনিয়নে চেয়ারম্যান ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন; পরানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত সদস্য পদে ১৫ জন ও সাধারণ সদস্য পদে ৪৭ জন; মান্দা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৪২ জন; গণেশপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন; মৈনম ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪৩ জন; প্রসাদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
একই সঙ্গে কুসুম্বা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩৪ জন; তেঁতুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৪০ জন; নুরুল্লাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত সদস্য পদে ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৩৬ জন; কালিকাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৪৩ জন; কাঁশোপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ২৮ জন; কসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৩৩ জন এবং বিষ্ণুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
এ বিষয়ে নির্বাচন কর্মকর্তা বলেন, আগামী ৪ নভেম্বর প্রার্থিতা বাছাই করা হবে। পরে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১২ নভেম্বর।