হোম > সারা দেশ > রাজশাহী

রাকসু নির্বাচনে আদিবাসী ছাত্রসংগঠনের ৪ দফা প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে চার দফা প্রস্তাব তুলে ধরে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্রসংগঠনগুলো। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে জাতিসত্তাবিষয়ক পদ সংযুক্তিসহ চার দফা প্রস্তাব তুলে ধরেছে বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্রসংগঠনগুলো। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরা হয়।

সংগঠনগুলোর চার দফা প্রস্তাব হলো—রাকসুতে পাহাড় ও সমতলের সংখ্যালঘু জাতিসত্তাবিষয়ক সম্পাদক পদবি সংযুক্ত করা, স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সম্পাদক পদবি সংযুক্ত করা, সন্ত্রাসী ও নারীর ওপর নিপীড়নের ঘটনায় অভিযুক্ত যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে প্রমাণ রয়েছে, তাঁদের রাকসু নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং রাকসুর সভাপতি হিসেবে উপাচার্যের একক ক্ষমতা না রেখে ভারসাম্য আনয়ন করা।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহু ভাষা, ধর্ম ও সংস্কৃতির সমন্বয় ঘটেছে। এখানে পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীর পাঁচ শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছেন। বাঙালি ভিন্ন জাতিসত্তার শিক্ষার্থীদের অধিকার, ভাষা ও সংস্কৃতির বিকাশ এবং গবেষণায় রাকসু একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হতে পারে। তাঁরা বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থায় পিছিয়ে থাকা অঞ্চল বা জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের সংসদীয় কাঠামোয় প্রতিনিধিত্বের সুযোগ নিশ্চিত করে সমতা ও মর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), আদিবাসী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটি (আসারু), বাংলাদেশ কোচ-রাজবংশী-বর্মণ ছাত্রসংগঠন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের নেতা-কর্মীরা।

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে