হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ১৬ টন সরকারি চাল জব্দ, আটক ৮

সিরাজগঞ্জ প্রতিনিধি  

সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১৬ টন ন্যায্যমূল্যের চাল জব্দ করেছে সেনাবাহিনী। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা ১৬ টন ন্যায্যমূল্যের চাল জব্দ করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৯ মে) রাতভর পরিচালিত পৃথক অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে।

সেনাবাহিনীর সিরাজগঞ্জ ক্যাম্প সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত ডিলারদের মাধ্যমে হতদরিদ্রদের মধ্যে সরবরাহযোগ্য চাল গোপনে মজুত ও চড়া দামে বিক্রির তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে সিরাজগঞ্জ শহরের মালশাপাড়ার নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিল থেকে ১০ টন (প্রায় ৫০০ বস্তা) সরকারি চাল জব্দ এবং গুদাম মালিককে আটক করা হয়।

অন্যদিকে, রায়গঞ্জ উপজেলার চিরামপুর এলাকায় পরিচালিত অপর অভিযানে ৬ টন (৬ হাজার কেজি) সরকারি চাল জব্দ এবং সাতজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মাহফুজ হোসেন (২৫), শাকিল হোসেন (২৮), রাজু সেখ (২৫), শরিফ হোসেন (৩৫), আলমগীর হোসেন (৩৬), জাকির হোসেন (৩২) ও সাইফুল ইসলাম (৩৫)। এদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু, উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কিছু অসাধু ডিলার ও মিল মালিক মিলে সরকারি চাল কালোবাজারে বিক্রি করে আসছিলেন। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার